যশোরে কেক কাটা মিষ্টিমুখ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল দর্শক নন্দিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির ১১ তম বর্ষপূর্তি অনুষ্ঠান।
১১ পেরিয়ে ১২ তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ই জানুয়ারি প্রেসক্লাব যশোরের শহীদ সাইফুল ইসলাম মুকুল মিলানায়তনে যশোর প্রতিনিধি হাসিবুর রহমান শামীমের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
এ অনুষ্ঠানটি বাংলালোক সম্পাদক গোলাম সরোয়ারের সভাপতিত্বে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন (BTV) যশোর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব যশোরের সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট ওহাবুুজ্জামান ঝন্টু।
আরো বক্তব্য রাখেন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন জনি, সিনিয়র সাংবাদিক নেতা তৌহিদ জামান, আল মামুন শাওন প্রমুখ।
এ সময় উপস্থিত সকল অতিথিবৃন্দ এশিয়ান টেলিভিশনের সাফল্য কামনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।