যশোরের মনিরামপুরের নেহালপুর ইউপি যুবলীগ সভাপতি প্রভাষক উদয় শংকর হত্যা মামলার জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার। গ্রেফতারকৃতরা হলো, যশোরের অভয়নগর উপজেলার সাড়খোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আল আমিন মোল্লা (২৮), হান্নান মোল্লার ছেলে সুমন হোসেন (২৪) ও শহিদুল ইসলামের ছেলে শামীম হোসেন (২৮) এবং মনিরামপুরের পাচাকড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে রাসেল কবির (২৭)।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার জানান, টেকেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ ও ঘের নিয়ে একই এলাকার পবিত্রের সাথে বিরোধ ছিলো উদয় শংকরের। এর জের ধরে পবিত্র আসামীদের ভাড়া করে উদয় শংকরকে হত্যার জন্য। এজন্য সে আলআমিনকে স্কুলের দপ্তরির চাকুরি ও মোটরসাইকেল কিনে দেয়ার প্রলোভনও দেয়। চুক্তি অনুযায়ী আলআমিনের নেতৃত্বে দুর্বৃত্তরা ১৬ অক্টোবর সকালে উদয় শংকরকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা ছবি রাণী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
রুপন কুমার সরকার আরো জানান, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গত ১৭ জানুয়ারি রাতে ডিবির এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে অভয়নগর ও মনিরামপুর উপজেলায় অভিযান চালায়। এসময় ওই ৪ জনকে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।