ফাঁস দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা

আগের সংবাদ

মনিরামপুরে প্রভাষক উদয় শংকর হত্যা মামলার সাথে সরাসরি অভিযোগে গ্রেফতার ৪

পরের সংবাদ

উৎসবমুখর পরিবেশে কুবিসাসের নির্বাচন শুরু

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪ , ৬:৫০ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৮, ২০২৪ , ৬:৫০ অপরাহ্ণ
উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নির্বাচন-২০২৪ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সাংবাদিক সমিতির অফিস রুমে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচন সূত্রে জানা যায়, মোট ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থীকে নিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একক নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া দফ্তর সম্পাদক পদে দুইজন, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে দুইজন এবং কার্যনিবার্হী দুইটি পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শামিমুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস ও ফার্মেসি বিভাগের প্রভাষক কামরুল ইসলামকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর মধ্য দিয়ে নবম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।

জানুয়ারি ১৮, ২০২৪, at ১৮:৪১ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়