নড়াইলে ২০০ বছরের ঐতিহ্যবাহী পাগল চাঁদের মেলা অনুষ্ঠিত

আগের সংবাদ

কৃষিজমির মাটি কেটে বিক্রির হিড়িক, প্রশাসন নীরব

পরের সংবাদ

কেশবপুরে এমপি আজিজুল ইসলাম কে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪ , ১০:৩৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪ , ১১:০০ অপরাহ্ণ

যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে কেশবপুরের শ্রীফলা বাজারের হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মঙ্গলবার বিকেলে যুবসমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এমপি আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক।

এসময় উপস্থিত ছিলেন রেজোয়ান রফিকি, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জি এম হাসান, হাসান ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, যুবলীগ নেতা টিপু সুলতান, আব্দুল্লাহ,খান রকি, ছাত্রলীগ নেতা প্রান্ত সাহা, মুস্তাফিজুর রহমান প্রমুখ।

ওইদিন সন্ধ্যায় বিদ্যানন্দকাটি ইউনিয়নের জলাবদ্ধ হয়ে পড়া হিজলডাঙ্গা কাদার বিল পরিদর্শন করে জলাবদ্ধতা দূরীকরনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন আজিজুল ইসলাম এমপি।

জানুয়ারি ১৬, ২০২৪, at ২২:৩৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়