বঙ্গবন্ধুর সমাধিতে এমপি ইয়াকুব আলীর শ্রদ্ধা

আগের সংবাদ

কেশবপুরে এমপি আজিজুল ইসলাম কে সংবর্ধনা প্রদান

পরের সংবাদ

নড়াইলে ২০০ বছরের ঐতিহ্যবাহী পাগল চাঁদের মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪ , ১০:৩০ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪ , ১০:৩০ অপরাহ্ণ

নড়াইলের হিজলডাঙ্গায় দুইশত বছরের ঐতিহ্যবাহী পাগল চাঁদের মেলা অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী এ মেলাটি গত রবিবার শুরু হয়ে শেষ হয় সোমবার রাতে। এলাকাবাসী জানায়, এক সময় আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী পাগল চাঁদ নামে এক সাধু যশোরের বসুন্দিয়া থেকে এসে ঘুরে বেড়াতেন নড়াইল সদর উপজেলার মুলিয়া, শেখহাটি ও হিজলডাঙ্গাসহ বিভিন্ন গ্রামে। এরমধ্যে হিজলডাঙ্গায় এক ভক্তের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই সাধু। তারপর থেকে তার স্মরণে প্রায় দুইশত বছর ধরে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে পাগল চাঁদের এ মেলা। প্রতিবছর পৌষের শেষদিন ও মাঘের প্রথমদিন এই মেলা অনুষ্ঠিত হয়। এবছরও পৌষের শেষদিন রবিবারে মেলা শুরু হয়ে চলে সোমবার রাত পর্যন্ত। মেলাকে ঘিরে নানান রকম পণ্য নিয়ে বসেন শতাধিক দোকানী। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচা-কেনা। হাজার হাজার দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয় মেলা প্রাঙ্গন।

মেলায় আসা দর্শনার্থীরা জানান, হিজলডাঙ্গার এই ঐতিহ্যবাহী মেলা তাদের প্রাণর মেলা। ছোটবেলা থেকে তারা এই মেলা দেখতে আসেন। এই মেলায় আসার জন্য তারা উৎকণ্ঠিত হয়ে থাকি। এবছর মেলার যে পরিবেশ তা দেখে ভালো লেগেছে। এ বছর মেলায় বিপুল মানুষের সমাগাম হওয়ায় বেচা-কেনা ভালো হয়েছে জানিয়ে দোকানীরা বলেন, প্রতিবছর তারা দোকান নিয়ে এই মেলায় আসেন। মেলায় বেচা-কেনা অনেক ভালো হয়।

মেলা সম্পর্কে মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্রনাথ অধিকারী বলেন, পাগল চাঁদের সমাধি চত্বরে প্রতিবছর পৌষপার্বণে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রায় ২০০ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

জানুয়ারি ১৬, ২০২৪, at ২২:২৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়