প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪ , ১০:০২ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪ , ১০:০২ অপরাহ্ণ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান (শ.ম.র) ছাত্র হল থেকে প্রায় ১৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এসময় হল প্রভোস্ট বডি ও আনসার সদস্যদের উপস্থিতিতে গাছগুলোকে তুলে পুড়িয়ে ফেলা হয়।এর আগে, গত বছরের ৩ অক্টোবর শরীরচর্চা দপ্তরের শেখ রাসেল জিমনেসিয়ামের ফুলের টব থেকে ৪-৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে সে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
গত সোমবার দুপুরে দ্বিতীয়বারের মতো আবারও যবিপ্রবি হতে গাজার গাছ উদ্ধার করা হয়। শহীদ মসিয়ূর রহমান হলে একাধিক গাঁজা গাছ আছে এমন খবর পেয়ে যবিপ্রবি সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) সদস্যরা আবাসিক হলের বিভিন্ন স্থান থেকে একাধিক গাঁজা গাছ উদ্ধার করে এবং পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিষয়টি জানান। খবর পেয়ে তৎক্ষণাৎ প্রভোস্ট বডি হলে এসে আনসার সদস্যদের মাধ্যমে গাছগুলো তুলে আগুনে পুড়িয়ে ফেলে।
এ বিষয়ে হল প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ বলেন, আমরা হলের বিভিন্ন স্থান থেকে বেশকিছু গাঁজা গাছ উদ্ধার করে পুড়িয়ে ফেলেছি। এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ইতিমধ্যে আমরা হলের মালিকে হলের চারপাশ পরিষ্কার করার নির্দেশ দিয়েছি। এ ছাড়া তথ্য দিয়ে সহযোগিতা ও বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
জানুয়ারি ১৬, ২০২৪, at ১৯:১৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।