মেহেরপুরে সাত বছর পর কবর থেকে লাশ উত্তোলন

আগের সংবাদ

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, দুই প্রতারক গ্রেফতার

পরের সংবাদ

পাইকগাছায় মৎস্য আড়ৎদারী সমিতির বিরুদ্ধে সরকারী ১ বিঘা জমিতে স্থাপনা তৈরীর অভিযোগ! 

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪ , ৭:০২ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১১, ২০২৪ , ৭:০২ অপরাহ্ণ
খুলনার পাইকগাছায় কোটি টাকা মূল্যের শিবসা নদী ভরাটি সরকারী জমি দখল করে মৎস্য আড়ৎদারী সমিতির বিরুদ্ধে পাঁকা স্থাপনা করার অভিযোগ পাওয়া গেছে।  জানাগোছ, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের কাজে স্থানীয় প্রশাসনের ব্যস্ত থাকার সুযোগ নিয়ে পৌর সদরের মাছ কাঁটা ঘেষা সরকারী জমিতে অবৈধ ভাবে পাঁকা পাচালী’ দিয়ে ভিতরে স্থাপনার কাজ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, উপজেলা ও পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়ের ক্ষরস্রোতা শিবসা নদীতে পলী জমে নদীর  দু’পাড়ে বিশাল আকারের চর জেগে উঠে। বিভিন্ন সময় নদী পাড়ের বাসিন্দারা ও  প্রভাবশালী ব্যক্তিরা কারো না কারোর ছত্র ছায়ায় থেকে ১ নং খাস খতিয়ানের নদী ভরাটি সরকারী জমি দখল করে মৎস্য ঘের, ঘরবাড়ী ও কাঁচা-পাঁকা স্থাপনা তৈরী করে দখল করেন। উপজেলা  প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে এ সব ঘের ও স্থাপনা উচ্ছেদ করলেও ভুমি দস্যুদের দৌরাত্ম থেমে থাকেনি। এরই ধারাবাহিকতায় স্থানীয় মৎস্য আড়ৎদারী সমিতি প্রায় ১বিঘা নদী ভরাটি সরকারী জমিতে বালি ভরাট করে পাঁকা পাঁচালী দেওয়া শুরু করেন।
ইতোপূর্বে সহকারী কমিশনার (ভূমি) কে নিয়ে সাবেক ইউএনও মমতাজ বেগম স্থাপনার নির্মান কাজ বন্ধ করে দেন।  পরবর্তীতে প্রশাসনের এ দু’কর্মকর্তার বদলী ও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকালে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আড়ৎদারী সমিতি পাঁচালীর ভিতর বিশাল আকারের পাঁকা স্থাপনার নির্মান কাজ অব্যাহত রেখেছেন।
সরকারী জমিতে বালি ভরাট করে পাঁকা স্থাপনা তৈরীর বিষয়ে জানতে চাইলে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি জাকির হোসেন ও সম্পাদক মিঠু নায়েব দাবী করেন আমরা ক্রয়কৃত জমির উপর স্থাপনা করছি।
তবে গদাইপুর ইউনিয়ন উপ-সহকারী (ভূমি) কর্মকর্তা লতিফা খানম বলেন, বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে আড়ৎদারী সমিতির নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন,নদীর জমি শ্রেনী পরিবর্তন করে দখল ও পাঁকা স্থাপনা করার প্রশ্নই উঠে না। নির্বাচনী কাজে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে যারা সরকারী জমিতে এসব স্থাপনা করছেন তা দ্রুত উচ্ছেদ করে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

জানুয়ারি ১১: ২০২৪ at :১৮:৫৮(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়