প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪ , ৬:৪৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১১, ২০২৪ , ৬:৫০ অপরাহ্ণ
মেহেরপুরে সম্পত্তির দ্বন্দ্বে সাত বছর পর কবর থেকে আল কবির নামের এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার পূর্ব মালসহ কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়।
জানা গেছে,২০১৬ সালে বিদ্যুৎপৃষ্টে আল কবিরের মৃত্যু হয়। আল কবিরের লালিত পিতা আব্দুল লতিফ ও মা হাজেরা খাতুনের কাছে ছোট থেকে লালিত পালিত হয়ে বড় হয় এবং তাদের সম্পদের ভাগ পায়। কিন্তু তার মৃত্যুর পর তার জন্মদাতা পিতা খোকন আলী ও মা বিউটি খাতুন কবিরের সম্পদের ভাগ পাবে বলে তার চাচা আবুল কাশেমের সাথে বিরোধ সৃষ্টি হয়। ২০১৮ সালে আদালতে আব্দুল লতিফ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং-৩/২০১৮। মেহেরপুর জেলা যুগ্ম জজ আদালতের বিচারক এহসান কবির হোসেনের নির্দিশে পিতা সনাক্তকরণের জন্য তার লাশ উত্তোলন করে পুলিশ।
এ সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল্লাহ আল মারুফ ও গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
জানুয়ারি ১১: ২০২৪ at :১৮:১৮(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।