যশোর-৬ আসন থেকে নব নির্বাচিত এমপি আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে যশোর বিমানবন্দরে হাজারো নেতা কর্মীদের ঢল নামে। বৃহস্পতিবার সকাল থেকে নেতা কর্মীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জড়ো হতে থাকেন।
নেতা-কর্মীদের অপেক্ষার প্রহর শেষে এমপি আজিজুল ইসলাম দুপুর ১২ টায় বিমানবন্দরে অবতারণ করেছেন। এ সময় বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নেতাকর্মীদের ভীড়ের কারণে পরিবেশ ঠিক রাখতে প্রাইভেট কারের ভিতর থেকে হাত নাড়িয়ে নেতা-কর্মীদেরকে স্বাগত জানান তিনি।
তারপরে একই সাথে কেশবপুরের উদ্দেশ্যে সাড়ে ১২ টার দিকে রওনা হন।
আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে প্রায় ২শত প্রাইভেট কার, ১শত মোটরসাইকেল নিজেদের খরচে কেশবপুর থেকে যশোর বিমান বন্দরে আসেন। এবং বিমানবন্দর থেকে সাড়ে ১২ টায় এমপি‘কে সাথে নিয়ে কেশবপুরের উদ্দেশ্যে রওনা দেন ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।