যশোর ৬ আসন
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে দেশের সর্বকনিষ্ঠ আজিজুল ইসলাম খন্দকার আজিজ শপথ গ্রহণ করেছেন। বুধবার সকালে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে আজিজুল ইসলাম এমপি শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ শেষে সংসদ ভবন থেকে বাইরে আসলে এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান। এ খবরের পর এলাকার বিভিন্ন বাজারে মিষ্টি বিতরণ করেন তার ভোটার ও সমর্থকরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে দুই হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে চমক দেখিয়েছেন দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল ইসলাম খন্দকার আজিজ। এই সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদ সদস্যের কাছে হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সাধারণ স¤পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার এবং অপর স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দুবারের উপজেলা চেয়ারম্যান কাঁচি প্রতীকের এইচ এম আমির হোসেন।
গত রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে আজিজুল ইসলামের প্রতীক ছিল ঈগল। এ প্রতীক নিয়ে আজিজ পেয়েছেন ৪৮ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট। এছাড়া এইচ এম আমির হোসেন পেয়েছেন ১৭ হাজার ২০৯ ভোট। হেভিওয়েট প্রার্থী শাহীনকে ৯ হাজার ৬৭৮ ভোটের ব্যবধানে হারিয়ে বাজিমাত করেছেন আজিজ। অন্য প্রার্থী জাতীয় পার্টির জি এম হাসান লাঙ্গল প্রতীকে ৬৪০ ভোট পেয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আজিজুল ইসলাম আজিজ মাত্র ২৭ বছর বয়সে প্রথম যশোর জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত যশোর জেলা পরিষদ নির্বাচনেও দুইজন হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে জীবনে প্রথম কোন নির্বাচনে অংশ নিয়ে কেশবপুর এলাকার সদস্য নির্বাচিত হয়ে চমক দেখালেন। ২৮ বছর প্রায় ৯ মাস বয়সে দেশের সর্বকনিষ্ট সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি শপথ গ্রহণ করলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন সাংবাদিকদের বলেন, সকলের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
উৎপল দে
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।