সন্ত্রাসী যে দলেরই হোক তাকে আইনের আওতায় আনতে হবে- কঠোর হুশিয়ারী দিলেন মহুল

আগের সংবাদ

দেবহাটায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

পরের সংবাদ

দূর্নীতি অনিয়ম, টেন্ডারবাজি কাউকে করতে দেওয়া হবে না- এস এম ইয়াকুব আলী

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪ , ৮:০৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৯, ২০২৪ , ৮:১০ অপরাহ্ণ
যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করছেন। তার পরিশ্রম ও সঠিক নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কিন্তু জননেত্রীর সব অর্জন বিসর্জন হয়ে যায়, যখন দেখি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। তাই চাঁদাবাজরা যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। মণিরামপুরবাসী শান্তি চাই, আমিও চাই মণিরামপুরের আপামর জনসাধারণ যেন শান্তিতে থাকতে পারেন। দূনীর্তি অনিয়ম, টেন্ডারবাজি কাউকে করতে দেওয়া হবে না। মণিরামপুরকে আধুনিক মণিরামপুরে রুপান্তর করা হবে।
মঙ্গলবার দুপুরে শ্যামকুড় ইউনিয়নে ইয়াকুব ইবনে জবেদ আলী মাদ্রাসা মাঠে দলীয় নেতাকমীর্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, সহ-সভাপতি মিকাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, মণিরামপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু প্রমুখ।

জানুয়ারি ০৯: ২০২৪ at :২০:০৮(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়