দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতারা শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ দলীয়ভাবে ২২২টি আসনে জয়লাভ করে সংসদে নিরঙ্কুশভাবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি ১১টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি (সৈয়দ ইব্রাহিম) ১টি আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন ৬২ আসনে।
এছাড়া আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনি বৈতরণি পার হয়েছেন জাসদ ও ওয়ার্কার্স পার্টির দুই প্রার্থী। সব মিলিয়ে নৌকার আসন ২২৪টি।
এই নির্বাচনের মধ্যদিয়ে টানা চতুর্থবারের মতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছে আওয়ামী লীগ। একই সঙ্গে টানা চারবার এবং বাংলাদেশের ইতিহাসে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।