বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

আগের সংবাদ

শেখ হাসিনাকে আওয়ামী লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছা

পরের সংবাদ

যশোরে পোস্টাল ব্যালটের ২টি ভোট পড়েছে সদর আসনে

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪ , ২:১৭ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৯, ২০২৪ , ২:১৮ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন দুইজন ভোটার। ২টি ভোটই পড়েছে যশোর-৩ (যশোর সদর) আসনে। পোস্টাল ব্যালটের জন্য মোট আবেদন জমা পড়েছিল চারশ’ সাতটি। এর মধ্যে যাচাই বাছাই শেষে তিনশ’ ২৮ আবেদনরে বিপরীতে ব্যালট সরবরাহ করেন রিটার্নিং অফিসার। এর মধ্যে দুটি পোস্টাল ব্যালটে দুটি ভোট পড়েছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ডাকযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে। আগ্রহী নাগরিকদেরকে ভোটদানের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী সময়সূচির তফশিল ঘোষণার দিন হতে ১৫ দিনের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট আবেদনের মাধ্যমে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’র ১১ থেকে ১৫ নং বিধি অনুসরণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সে মোতাবেক যশোর-১ আসনে ১৫টি আবেদনের বিপরীতে ১৪টি, যশোর-২ আসনে ৪৫টি আবেদনের বিপরীতে ৩৮, যশোর -৩ আসনে ৬৭টি আবেদনের বিপরীতে ৬০, যশোর-৪ আসনে ১২৮টি আবেদনের বিপরীতে ৮৯, যশোর-৫ আসনে ৭৪টি আবেদনের বিপরীতে ৬৪, যশোর -৬ আসনে ৭৮টি আবেদনের বিপরীতে ৬৩টি মোট চারশ’ সাতটি আবেদনের বিপরীতে তিনশ’ ২৮টি ব্যালট সরবরাহ করা হয়।

জানুয়ারি ০৯: ২০২৪ at :১৪:১৪(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়