যশোর ৬ আসন
যশোর-৬ (কেশবপুর) আসনে বেসরকারিভাবে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুল ইসলাম (ঈগল)। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৪৮ হাজার ৯৪৭। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকার প্রার্থী শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট। আসনটিতে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। মোট কেন্দ্র রয়েছে ৮১টি।
আসনটি থেকে অপর স্বতন্ত্র প্রার্থী এইচএম আমির হোসেন (১৭ হাজার ২০৯) কাঁচি প্রতীক নিয়ে আছেন তৃতীয় অবস্থানে। এছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে জিএম হাসান পেয়েছেন ৬৪০ ভোট। মোট ৪৯.৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে আসনটিতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।