নির্বাচনী সহিংসতায় যশোরে আহত ৯ জন

আগের সংবাদ

সদরে ঈগলে উড়িয়ে দিয়ে নৌকার বিশাল জয়

পরের সংবাদ

যশোর-২ আসন

চৌগাছা-ঝিকরগাছা শক্ত প্রতিদ্বন্ধী এড. মনিরকে হারিয়ে নৌকা জয়ী

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪ , ১০:২১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৭, ২০২৪ , ১০:২১ অপরাহ্ণ

যশোর-২ ( চৌগাছা-ঝিকরগাছা) আসনে বেসরকারিভাবে জয় পেয়েছেন নৌকার প্রার্থী তৌহিদুজ্জামান তুহিন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১ লাখ ৬ হাজার ৩৫৮। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ ভোট। আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৬৯১ জন। মোট কেন্দ্র রয়েছে ১৭৬টি। এরমধ্যে ঝিকরগাছায় ৯৫টি এবং চৌগাছায় কেন্দ্র রয়েছে ৮১ টি।

আসনটি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ফিরোজ শাহ ১৯৫০ আছেন তৃতীয় অবস্থানে। এছাড়া ডাব প্রতীক নিয়ে আব্দুল আওয়াল ১ হাজার ২৪৫, শামসুল হক ( টেলিভিশন) ১ হাজার ২০০, এবং এসএম হাবিব পেয়েছেন (ঈগল) ২২২ ভোট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়