দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে
যশোরের ৬টি আসনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এজন্য সেনাবাহিনী, বিজিবি সদস্যসহ মাঠে কাজ করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৬ হাজার সদস্য। জেলার ২৭৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শুক্রবার দুপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফ্রিং শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
তিনি জানান, যশোরের মোট ৮২৫টি কেন্দ্রের নিরাপত্তার লক্ষ্যে ২৫০০ পুলিশ সদস্য ও ১০ হাজার আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, গোয়েন্দা পুলিশসহ আরো সাড়ে ৩ হাজার সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব বিবেচনায় ১২ থেকে ১৬ জন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। সাথে ৫টি কেন্দ্রের সমন্বয়ে থাকবে ১টি করে স্ট্রাইকিং ফোর্স। তাদের মধ্যে নির্ধারিত পুলিশ সদস্যরা ভোট কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করবেন।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, পুরো নিরাপত্তার চাদরে ঘেরা থাকবে কেন্দ্রগুলো। কেউ বা কোন গোষ্ঠী নির্বাচন বানচালের, কেন্দ্র দখলের কিম্বা ভোট কারচুপির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবসস্থা গ্রহণ করা হবে।
যশোরে মোট ভোটার সংখ্যা ২৩,৩৯,০৪৬ জন। এরমধ্যে ১১,৭৬,০৯৫ জন পুরুষ এবং নারী ভোটার রয়েছেন ১১,৬২,৯৩৬ জন। মোট ৩১ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।