সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় ১টি মৃত হরিণ ও ৬ বস্তা হরিণ ধরার ফাঁদ উদ্ধার

আগের সংবাদ

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনকে নিয়ে যে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ

পরের সংবাদ

যশোরে বেপরোয়া বাসের ধাক্কায় নছিমন চালক নিহত

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪ , ২:১২ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৫, ২০২৪ , ২:১২ অপরাহ্ণ

যশোর ঝিনাইদা মহাসড়কের বারীনগর বাজারের অদূরে কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনায় নিহত যুবকের নাম আলামিন। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাজেদদিহি গ্রামের হানিফ আলীর ছেলে।

এলাকাবাসী পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯ টার দিকে বারোবাজার থেকে নছিমন চালিয়ে যশোর শহরে যাচ্ছিলো নিহত আলামিন হোসেন। পথিমধ্যে কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস খুলনা মেট্রো ১১-০১৫২ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলামিন হোসেন মারা যায়।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান বেপরোয়া বাস চালকের কারণেই দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়