আজ পাইকগাছা-কয়রার নৌকার জনসভায় আসছেন শেখ সোহেল 

আগের সংবাদ

সকল দ্বিধা দন্ড ভুলে আ'লীগ নেতা-কর্মীরা নৌকার পক্ষে একাট্টা

পরের সংবাদ

কেশবপুরে স্বতন্ত্র প্রার্থী আজিজের পক্ষে বিশাল মিছিল

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪ , ৭:৫২ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২, ২০২৪ , ৭:৫২ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামের পক্ষে ব্যাপক প্রচার মিছিল করা হয়েছে। মঙ্গলবার বিকালে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে ওই মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক জি এম হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম রেজা, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ প্রমুখ। মিছিলে অংশ নেওয়া কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার হাজারো নেতাকর্মী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান।

জানুয়ারি ০২: ২০২৪ at :১৭:৩৮(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়