মসজিদ-মাদ্রাসা-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চাই- খসরু চৌধুরী

আগের সংবাদ

যশোর-৪ আসনে নির্বাচন থেকে সরে দাড়ালেন এমপি রনজিৎ

পরের সংবাদ

ভালুকায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪ , ১:৪২ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১, ২০২৪ , ১:৪২ অপরাহ্ণ
ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আয়োজনে ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাছুমা সুলতানা খানম, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমীন মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন স্কুল প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জানা যায়, উপজেলায় মোট ৩৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ হাজর ৮ শত ২৪ জন শিক্ষার্থীর মাঝে মোট ৩লক্ষ ৪ হাজার এবং ১ শত ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর মাঝে ৬ লক্ষাধিক বই বিতরণ করা হয়েছে।

জানুয়ারি ০১: ২০২৪ at :২৩:৩৮(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়