প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র অধীনস্থ দিনাজপুরের খানসামা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সের ৪ মাস মেয়াদী প্রশিক্ষনার্থীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সকালে কারিগরি প্রশিক্ষণ খানসামা আয়োজনে ও Skills for Employment Investment Program (SEIP) এর অর্থায়নে পরিচালিত ৪ মাস মেয়াদি মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স কোর্সের ৩য় ও ৪র্থ (সেপ্টেম্বর- ডিসেম্বর/২০২৩) ব্যাচের প্রশিক্ষনার্থীদের সমাপনী অনুষ্ঠানে অফিস সহকারী রমজান আলী সঞ্চালনায় সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ইন্সট্রাক্টর মোর্শেদ আলম শাহ, ড্রাইভিং ইন্সট্রাক্টর নিয়াজুর রহমান,সহকারী ড্রাইভিং ইন্সট্রাক্টর রবিউল ইসলাম,ইংরেজি ভাষা শিক্ষক মোস্তাফিজুর রহমান, কম্পিউটার অপারেটর আজমল হোসেন সহ প্রশিক্ষণার্থীগণ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।