যবিপ্রবি বাস ড্রাইভারের আত্মহত্যার চেষ্টায় পরিবহন প্রশাসক অপসারণ

আগের সংবাদ

খানসামায় টিটিসিতে চার মাস মেয়াদী প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠান

পরের সংবাদ

শেখ হাসিনাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী বানানোর আহবান জানালেন- কাজী নাবিল

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩ , ১০:৫৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩ , ১০:৫৮ অপরাহ্ণ

যশোরবাসীকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী বানানোর আহবান জানিয়েছেন সদর আসনের নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। রবিবার বিকালে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের তেতুলতলা বাজারে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সবাইকে এ আহবান জানান।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘শেখ হাসিনা শিক্ষা, কৃষি ও শিল্পে বিপ্লব ঘটিয়েছেন। প্রান্তির মানুষের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ ১৩০ রকমের ভাতার ব্যবস্থা করেছেন। দেশের সাধারণ মানুষের প্রতি তার অগাধ ভালবাসা রয়েছে। যশোর অঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মাসেতু তিনি বাস্তবায়ন করেছেন। যশোরের সাথে সরাসরি ঢাকার রেল সংযোগের ব্যবস্থা করছেন। যশোরকে তৃতীয় অর্থনৈতিক জোন করা হচ্ছে। ভৈরব নদী খনন করেছেন। সড়কগুলো মহাসড়কে পরিণত হচ্ছে। তাই সবাইকে শেখ হাসিনার নৌকা মার্কা ভোট দেয়ার বিকল্প নেই। একমাত্র নৌকা বিজয়ী হলেই শেখ হাসিনা পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন। তাই সবাইকে তিনি নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের সঞ্চলনায় পথসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আলেয়া আফরোজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পূজা উদযাপন পরিষদেও সভাপতি অমল কুমার বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন কুমার মিত্র, লেবুতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খায়রুল ইসলাম, যুবলীগ নেতা তারিকুজ্জামান রিপন, লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শামীম হোসেন, ছাত্রলীগ নেতা বাপ্পী হোসেন ও রাফায়েত রিওন।

ডিসেম্বর ৩০: ২০২৩ at :২২:৫৪(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়