ঝিকরগাছার কায়েমকোলায় ট্রাক মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

আগের সংবাদ

শার্শায় নৌকার জনসভা জনসমুদ্রে পরিনত

পরের সংবাদ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে সাতক্ষীরার মেধাবী যুবক নিহত

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩ , ৯:১৯ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩ , ১০:২৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গত শুক্রবার টেক্সাসের বিউমন্টে একটি দোকানে গুলিবিদ্ধ হন তিনি। নিহত ওই শিক্ষার্থীর নাম শেখ আবির হোসেন (৩৪), সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট এলাকার মৃত আব্দুল হাকিমেরপুত্র। চলতি বছরের জানুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্রে যান। লামার ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী ছিলেন তিনি।

জানা গেছে, আবির টেক্সাসের ক্রিস ফুড মার্টে নিহত হন। সেখানে তিনি স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে। স্থানীয় টিভি চ্যানেল কেএফডিএম জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবিরকে মৃত অবস্থায় দেখতে পায়। আবিরের বড় ভাই জাহিদুল ইসলাম শনিবার সন্ধ্যায় জানান, রবিবার বিকেলে নিউইয়র্কে বসবাসরত এক পরিবারের সদস্য তার ভাইয়ের মৃত্যুর খবর তাকে জানান।
বিউমন্ট পুলিশ এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে ১৯ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছেন। অপরজন এখনো পলাতক।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন। পরে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ডিসেম্বর ৩০: ২০২৩ at :২১:১৮(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়