প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩ , ৯:০৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩ , ৯:০৮ অপরাহ্ণ
ঝিকরগাছার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা উত্তরপাড়ায় ট্রাক মার্কার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জনতার মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, সাবেক সফল সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঝিকরগাছা থানা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবদুর রব, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন মেনা, সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আলমগীর বাশার, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন প্রমূখ। পরে তিনি মাগুরা ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ করেন।
ডিসেম্বর ৩০: ২০২৩ at :২১:৫৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।