লাঙ্গল মার্কার প্রার্থী এমএ হালিমের পক্ষে রাজগঞ্জে গণসংযোগ

আগের সংবাদ

ঝিকরগাছার কায়েমকোলায় ট্রাক মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

পরের সংবাদ

সকলকে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে- এস এম ইয়াকুব আলী

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩ , ৮:৫৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩ , ৯:২৯ অপরাহ্ণ

যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল ধর্মের প্রতি সকলকে সম্মান রাখতে হবে। কোন ধরনের গুজবে কান না দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

রবিবার সকালে উপজেলার দক্ষিণ গাবুখালী মন্দির প্রাঙ্গনে ঈগল মার্কার পথসভায় তিনি এসব কথা বলেন। গাবুখালী ওয়ার্ডের মতুয়া মিশনের সভাপতি যগেশ্বর মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি এইচ এম জাহাঙ্গীর আলম, জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক সাধন মল্লিক, যুবলীগ নেতা শিশির ও মাস্টার অনুপম মল্লিক।

অপরদিকে, একইদিনে বিকালে উপজেলার ঝাপা ইউনিয়নে নির্বাচনী পথসভা করেন ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন ঝাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, ঝাপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কওসার আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স.ম আলাউদ্দীন,  পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, হরিহরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডিসেম্বর ৩১: ২০২৩ at :২০:৫৩(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়