মহম্মদপুরে আপন দুই ভাইকে গলাকেটে হত্যা

আগের সংবাদ

আমি শুধু আমার পরিবার নয় এলাকার সবাইকে নিয়ে সুখে দিন কাটাতে চাই-মাশরাফি

পরের সংবাদ

কেশবপুরে আল আমিন মডেল একাডেমির বার্ষিক ফলাফল ঘোষণা

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩ , ৫:৫৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩ , ৫:৫৭ অপরাহ্ণ
যশোরের কেশবপুরে আল আমিন মডেল একাডেমির বার্ষিক সমন্বিত ফলাফল ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
আল আমিন মডেল একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অতিথি ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনোজ কান্তি হালদার, সৈয়দ আকমল আলী, পলাশ কুমার সিংহ, সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা খাতুন ও জহিরুল ইসলাম। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সুমন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, আল আমিন মডেল একাডেমির পরিচালক আব্দুল গফুর গাজী, সহকারী প্রধান শিক্ষক সাহা বৈদ্য নাথ প্রমূখ অনুষ্ঠানের অতিথিবৃন্দ আলোচনার পরে আল আমিন মডেল একাডেমির বার্ষিক সমন্বিত ফলাফলের মোড়ক উন্মোচন করেন।

ডিসেম্বর ৩০: ২০২৩ at :১৭:৫৩(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়