নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে খানসামা উপজেলায় সজাগ প্রশাসন ও পুলিশ

আগের সংবাদ

বৃষ্টি আইনে হেরে সিরিজ ড্র করেছে বাংলাদেশ

পরের সংবাদ

কালিগঞ্জে হযরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এর জন্মশত বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ , ১০:২০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩ , ১০:২০ অপরাহ্ণ

হযরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ)‘র জন্ম শতবার্ষিকী (১৫০ তম) উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের আয়োজনে শনিবার সকাল ১০টায় পাক রওজা শরীফ প্রাঙ্গনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অভিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক বিশিষ্ট শিক্ষা বিজ্ঞানী, শিক্ষা সংস্কারক, বিশিষ্ট দার্শনিক হযরত শাহসুফি আলহাজ্ব খানবাহাদুর আহছানউল্লা (রঃ) উপলক্ষে শ্রষ্ঠার এবাদত সৃষ্টির সেবা এই ব্রতকে সামনে রেখে সম্মোহনের সার্ধ্যশত বার্ষিকী সেমিনারের সভাপতিত্ব করেন, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (এমপি)।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আরবি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আবদুর রশিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খাঁন।

আলোচনায় অংশগ্রহণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন ও খাঁন বাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট এর মহাপরিচালক এ এফ এম এনামুল হক, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. কাজী আলী আজম এর পক্ষে হযরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ) ইন্সটিটিউটের পরিচালক সহকারী অধ্যাপক মনিরুল ইসলামের পরিচালনায় মহতি অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দের আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত গজল পরিবেশনের পরে স্বাগত বক্তব্য রাখেন, মিশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. কাজী আলী আযম।

উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, উপজেলা চেয়ারম্যানগন, আহ্ছানিয়া মিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,সাংবাদিক বৃন্দ, শিক্ষক মন্ডলী, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা বৃন্দসহ প্রায় তিন সহস্রাধীক ধর্মপ্রাণ ব্যাক্তিবর্গ। মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্যদিয়ে বছর ব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও সেমিনারের সমাপ্তি হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।

ডিসেম্বর ৩০: ২০২৩ at :২১:১৮(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়