আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসনের খানসামা উপজেলায় আচরণবিধি প্রতিপালনে সজাগ রয়েছে প্রশাসন ও পুলিশ। সরেজমিনে শনিবার বিকালে উপজেলার পাকেরহাট, চৌরঙ্গী ও কাচিনীয়া বাজারে দেখা যায়, নিয়মিত ইউএনও তাজ উদ্দিন, উপজেলা প্রশাসনের ব্যানার সম্বলিত গাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণবিধি ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, ওসি মোজাহারুল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা টহল দিচ্ছেন। সেই সাথে প্রার্থী, সমর্থক ও ভোটারদের আচরণবিধি মেনে চলার জন্য সজাগ করছেন দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তা। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীরাও নিয়মিত টহল দিচ্ছেন।
ওসি মোজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য সকলকে অবহিত ও পরামর্শ প্রদান করা হচ্ছে। আচরণবিধি না মেনে কোন কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও আচরণবিধি ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বলেন, প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা যেনো নির্বাচনী আচরণ বিধি মেনে উত্সবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাতে তা নিশ্চয়তার জন্য রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক নিয়মিত মোবাইল কোর্ট এবং টহল চলমান আছে। কোথাও কোন আচরণ বিধি লঙ্ঘিত হওয়ার অভিযোগ পেলে তাৎক্ষণিক নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন। সেই জন্য উপজেলা প্রশাসন সর্বদা মাঠে রয়েছে। সেই সাথে আচরণবিধি প্রতিপালনে প্রার্থী ও ভোটারদের সহযোগিতা চান তিনি।
উল্লেখ্য কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের সঙ্গে ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। প্রতীক নিয়েই প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এই প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
এই আসনে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী, ট্রাক প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারিক, লাঙ্গল প্রতীকের প্রার্থী মোনাজাত চৌধুরী মিলন ও ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত আম প্রতীকের প্রার্থী আজিজা সুলতানা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।