বিরামহীন প্রচারণায় ঈগলের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী

আগের সংবাদ

ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স- ইসি আহসান হাবিব

পরের সংবাদ

শৈলকুপায় নৌকায় ভোট চেয়ে সবজি ও মাছ বাজারে আ.লীগ নেতাদের গণসংযোগ

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৮:৫৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৮:৫৬ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভোট চেয়ে গণসংযোগ করেছেন। এসময় তার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার বিকালে পৌর শহরের হাট বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। এসময় সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার ছাড়াও হরিজন সম্প্রদায়ের কলোনিতে গিয়ে তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় শৈলকুপা উপজলা আওয়ামী লীগর সভাপতি ও ধলহরাচদ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, উপজেলা আওয়ামী লীগের যুগ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজলা যুবলীগর সভাপতি শামীম হোসেন মাল্ল্যা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশাসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ৩০: ২০২৩ at :২০:৫৩(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়