হরিণাকুন্ডে অস্ত্র-গুলিসহ এক সন্ত্রাসী আটক

আগের সংবাদ

শৈলকুপায় নৌকায় ভোট চেয়ে সবজি ও মাছ বাজারে আ.লীগ নেতাদের গণসংযোগ

পরের সংবাদ

বিরামহীন প্রচারণায় ঈগলের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৮:৪৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৮:৪৮ অপরাহ্ণ

যশোর-৫ (মণিরামপুর) আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী শত শত নেতাকমীর্কে সাথে নিয়ে গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

শনিবার উপজেলার চালুয়াহাটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে গিয়ে ঈগল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি বলেন, মানব সেবা আমার ব্রত। জনকল্যাণের অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। দেশ ও জাতির স্বার্থে এ নির্বাচন গুরুত্ববহন করে। এলাকাবাসীর কাক্ষিত উন্নয়ন ও চাহিদা পূরণই আমার অঙ্গীকার। আমার প্রতীক ঈগল। এ প্রতীকে আপনারা ভোট দিলে আমি নির্বাচিত হবো। নির্বাচিত হলে সততা ও ইমানী দায়িত্ব বিবেচনায় এলাকাবাসীর সাথে সদাসর্বদায় নিয়োজিত থাকব। আপনারা ভোট কেন্দ্রে আসুন, নির্ভয়ে ভোট দিন, দেশ বাঁচান।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, আবুল বাশার ভুট্টো, কৃষকলীগ নেতা ইয়ামিন হোসেন, উজ্জ্বল, ছাত্রলীগ নেতা রাজু হোসেন, জিহাদ হোসেন প্রমুখ।

ডিসেম্বর ৩০: ২০২৩ at :২০:৪৭(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়