ঝিনাইদহের হরিণাকুন্ডে অস্ত্র-গুলিসহ এক সন্ত্রাসী আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার পারদখরপুর থেকে তাকে গ্রেফতার করে বলেন র্যাব-৬ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন নিশ্চিত করেন। গ্রেফতারকৃত সাইদ সেনাবাহিনির অবসরপ্রাপ্ত সদস্য শামীম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী।
গ্রেফতারকৃত সন্ত্রাসী আবু সাইদ (৩৬) পারদখলপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে। ঐসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান ১টি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত ২৩ নভেম্বর ঝিনাইদহের হরিনাকুন্ডে সাবেক সেনা সদস্য এবং উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শামীম হোসেন (৪৮) কে রাতে কিছু দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় হরিণাকুন্ডের পার্বতীপুর গ্রামের জব্বার মন্ডলের মেহগনি বাগানের খালপাড়ে বাঁশের সাকোর নিচে শামীমের রক্তাক্ত মরদেহ ফেলে রেখে যায় দৃর্বৃত্তরা। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গত ২৪ নভেম্বর হরিনাকুন্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
তিনি জানান, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডর পারদখলপুর গ্রামে কতিপয় ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্রগুলিসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকলে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১ জন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী আবু সাইদকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১টি ওয়ান শুটার গান, এবং ১টি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত সন্ত্রাসী আবু সাইদ হরিণাকুন্ডুর সাবেক সেনা সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম হোসেনের হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।