সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ গঠন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে; তেমনি ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাঁদের শঙ্কা, ভোটকে কেন্দ্র করে ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়সহ বাড়িঘরে হামলা চালাতে পারে একটি পক্ষ। এমন অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়েও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন যশোরের বিশিষ্টজনেরা।
শনিবার দুপুরে যশোর শহরের লালদীঘিরপাড়স্থ হরিসভা মন্দিরের মিলনায়তনে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সম্ভাব্য অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে করণীয় নিধারণ’ শীর্ষক যশোরে সুশীল সমাজের গোলটেবিল বৈঠকে এই কথা জানানো হয়।
পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ বলেন, ‘দেশে কোন নির্বাচন হলেই বিভিন্ন কারণে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নেমে আসে। কখনওবা অত্যাচার এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যা ভয়ানকভাবে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়ায়। ২০০১ সাল, ২০১৪ সাল, ২০১৯ সালের জাতীয় নির্বাচনসহ স্থানীয় পর্যায়ের নির্বাচনেও দেখেছি ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র।
পছন্দের দল বা ব্যক্তির পক্ষে ভোটাধিকার প্রয়োগের কারণে ধর্মীয় সংখ্যালঘুদের এই নির্যাতন সহ্য করতে হয়। তবে যে ব্যক্তি বা যে দলের পক্ষে ভোটাধিকার প্রদান করার ফলে মানুষ নির্যাতিত হয় তাদের পক্ষ থেকে এর কোন দৃশ্যমান প্রতিবাদ হয় না। এটা দুঃখজনক।
পূজা উদযাপন পরিষদ যশোরের আয়োজনে এ গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, সিআইপি ব্যবসায়ী শ্যামল দাস, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমান, সচেতন নাগরিক কমিটি যশোরের সভাপতি শাহিন ইকবাল, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, পিপি ইদ্রিস আলী, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি যশোরের আহ্বায়ক ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সাধারণ সম্পাদক সাজেদ রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিপাঙ্কার দাস রতন।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমানকে আহ্বায়ক ও সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলকে সদস্য সচিব করে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ’ গঠন করা হয়। এতে যুগ্ম আহ্বায়ক হাবিবা শেফা, দীপংকর দাস রতন, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সাজেদ রহমান বকুল ও শ্যামল দাস, যুগ্ম সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, তপন কুমার ঘোষ, হাবিবুর রহমান মিলন, সায়েদা বানু শিল্পী ও প্রণব দাস। এছাড়া প্রধান উপদেষ্টা করা হয়েছে মুক্তিযোদ্ধা আলী হোসেন মনিকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।