যবিপ্রবির বাসে যাত্রী তুলে ভাড়া আদায়ের অভিযোগ

আগের সংবাদ

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পরের সংবাদ

ভোট বর্জনের আহবানে ঝিনাইদহে বিএনপি’র লিফলেট বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ , ২:৫৪ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩ , ২:৫৪ অপরাহ্ণ

এক দফা দাবি আদায়ে বিএনপি’র অসহযোগ আন্দোলনে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহবানে ঝিনাইদহে বিএনপি লিফলেট বিতরণ করেছে। আজ সকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির’ আয়োজনে বানুড়িয়া বাজার এলাকায় সাধারন মানুষের মাঝে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সেসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াসর রহমান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেয়। তারা বিভিন্ন হাট বাজার, দোকানপাটে গিয়ে সাধারন ভোটার ও মানুষের অবৈধ ভোট বর্জনে আহবান জানান ও লিফলেট বিতরণ করেন।

নেতৃবৃন্দ সাধারন মানুষদের বলেন, ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জন করতে হবে এমনকি সকলকে ভোট কেন্দ্রে নিজে না যাওয়া ও অন্যকেও না যেতে আহবান জানান।

ডিসেম্বর ৩০: ২০২৩ at :১৪:৫০(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়