শার্শায় নাশকতার শংকা, নৌকার লোকজন হুমকি-ধামকিতে আতংকিত

আগের সংবাদ

যবিপ্রবির বাসে যাত্রী তুলে ভাড়া আদায়ের অভিযোগ

পরের সংবাদ

মনিরামপুরের ঝাপা’য় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুরসহ সমর্থকদের মারপিট

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ , ১২:১৬ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩ , ১২:১৭ পূর্বাহ্ণ

যশোরের মনিরামপুরের ঝাপা’য় স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর নির্বাচনী কার্যালয়ে ভাংচুর ও সমর্থকদের মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন কমবেশী আহত হয়েছেন বলে দাবি করেছেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ।

শুক্রবার রাত সাড়ে ৯টারদিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বিজিবি সদস্যরা।

সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ জানান, প্রচারণা শেষে স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর কয়েকজন কর্মী নির্বাচনী কার্যালয়ে এসে অবস্থান করছিলো। রাত সাড়ে ৯টারদিকে নৌকার কর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঈগলের কর্মীদের ওপর আকস্মিক হামলা চালায়।

এসময় তারা নির্বাচনী কার্যালয় ও ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়