৪ দশকেও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মেলেনি মণিরামপুরবাসির

আগের সংবাদ

মনিরামপুরের ঝাপা’য় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুরসহ সমর্থকদের মারপিট

পরের সংবাদ

শার্শা উপজেলা আ. লীগ সভাপতির অভিযোগ

শার্শায় নাশকতার শংকা, নৌকার লোকজন হুমকি-ধামকিতে আতংকিত

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩ , ১০:৫৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩ , ১০:৫৭ অপরাহ্ণ

শার্শা উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেছেন, আমরা চরম আতংকের মধ্যে আছি। স্বতন্ত্র প্রার্থী লিটনের কর্মকাণ্ডে রীতিমত নৌকার লোকজন আতংকিত। গণসংযোগ চালাতেও আমরা আতংকের মধ্যে দিন পার করছি। সম্প্রতি হাত কেটে নেয়ার বক্তব্যের ভিডিও ভাইরাল হলে লিটনের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছিলাম। কিন্তু কিছুই হয়নি। এখন দেখছি জামায়াত ক্যাডার তার মামা দুদুকে নিয়ে প্রচারণায় নেমেছে।

তিনি বলেন, জামায়াত নেতা দুদু মাঠে থাকায় অনেকে আগুন সন্ত্রাস অথবা নাশকতা হামলার আশংকা করছে। বিষয়টি নিয়ে শার্শার আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মাঝেও আতংক দেখা দিয়েছে। তারা নৌকার প্রচারণায় যেতেও ভয় পাচ্ছে কখন না হামলা হয়। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ শেখ আফিল উদ্দিনও গণসংযোগ পথসভা করতে গিয়েও আতংকের মধ্যে রয়েছেন। শংকার মাঝেও তিনি চালিয়ে যাচ্ছেন গণসংযোগ বলে উল্লেখ করেন মঞ্জু।

এদিকে নির্বাচনী পথ সভায় শেখ আফিল উদ্দিন বলেছেন, বিএনপি-জামায়াত যারা আগুন সন্ত্রাস করে নিরীহ মানুষকে হত্যা করছে, ৭ জানুয়ারির ভোটে বাঁধা প্রদানের হুমকি দিচ্ছে। সেই জামায়াত-বিএনপির সাথে গোঁপন আঁতাত করে নৌকার বিরোধিতা করে ক্ষমতায় আসতে চাইছে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী। নৌকা আমার একা মার্কা না, এ মার্কা শেখ হাসিনা আমাকে দিয়েছেন। তাই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে এসব অপশক্তির বিরুদ্ধে ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে কঠিন জবাব দেওয়ার আহবান জানান তিনি। শুক্রবারও বহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন শার্শা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অলক সরদার, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফা, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা,শার্শা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক মফিজুর রহমান,লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন।

ডিসেম্বর ২৯: ২০২৩ at :২২:৪৯(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়