যশোরে ২৩ সালের শেষ শুক্রবারে আইডিয়া ফ্রাইডে মিল উদযাপনের মধ্য দিয়ে দুই শতাধিক মানুষের মুখে তৃপ্তির খাবার তুলে দিলো বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। শুক্রবার এ বছরের শেষ ফ্রাইডে মিল উদযাপন করা হয়েছে।
শহরের খড়কী এলাকায় অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠণ ‘আইডিয়া সমাজকল্যাণ সংস্থার’ সাপ্তাহিক একটি প্রকল্প ‘আইডিয়া ফ্রাইডে মিল’। এই প্রকল্পের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রতি শুক্রবার পবিত্র জুম’আর পর নিজেদের রান্না করা পোলাউ-মাংস রাস্তায় থাকা অভাবী-অনাহারী মানুষদের কাছে পৌঁছে দেয়া হয়। আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হামিদুল হকের পরিকল্পনায় ২০২১ সালের ২২ অক্টোবর মাত্র এক হাজার টাকায় ১০ জন সুবিধাবঞ্চিতের কাছে ভালো মানের খাবার পৌঁছে দিয়ে আইডিয়া ফ্রাইডে মিলের যাত্রা শুরু হয়। এর মূল লক্ষ্য ছিলো যে সকল মানুষের কোনদিন হয়তো পোলাউ-মাংস-ডিম খাওয়ার মতো সাধ্য হবেনা, তাদের কাছে প্রতি শুক্রবার শিক্ষার্থীরা নিজেদেও হাতে রান্না করা ভালো খাবার দিয়ে আসবে।
আইডিয়ার আরো একটি অঙ্গসংগঠন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত আইডিয়া পিঠা পার্কের আয়ের ৩৫% লভ্যাংশের মাধ্যমে মূলত সাপ্তাহিক এই প্রকল্প টি চলমান থাকে। তবে এছাড়াও নানান সুহৃদ মহল এই মহৎ উদ্যোগে সাড়া দেন বিভিন্ন সময়ে। কখনো মৃত্যুবার্ষিকী, কখনো জন্মদিন উদযাপন, কখনো বা ভালো কাজের উৎসাহ হিসেবে কোন সপ্তাহের ফ্রাইডে মিল এর দায়িত্ব নেন কোন সুহৃদ। এভাবে আইডিয়া ফ্রাইডে মিল একাধাওে ১১৫ টি সপ্তাহ পার করেছে, যা ২০২৩ এর শেষ শুক্রবারে ১১৬ তম সপ্তাহ পার করলো। আইডিয়া ফ্রাইডে মিলের উপকারভোগী কখনো রাস্তার ভিক্ষুক থেকে, রিকশাচালক, শ্রমজীবী অথবা গৃহপরিচারিকা হয়ে থাকেন; কখনো বা এতিমখানার শিশু অথবা বৃদ্ধাশ্রমের বয়োবৃদ্ধ মানুষ। এভাবেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শিক্ষার্থী দেও ব্যতিক্রমী এই স্বেচ্ছাসেবা।
২৩ সালের শেষ শুক্রবারে এই বছরের শেষ ফ্রাইডে মিল উদযাপনে গণমাধ্যম কর্মীসহ সুহৃদ মহল উপস্থিত ছিলেন। আয়োজন করা হয় দুই শতাধিক মানুষের আহারের।
এক নজরে ২৩ সালের ফ্রাইডে মিল-প্রতি ১০ সপ্তাহের ফ্রাইডে মিল সুবিধাভোগীর সংখ্যা খাবারের প্রকারভেদ সুবিধাভোগীর ধরণ ৬৫ থেকে ৭৫ তম ফ্রাইডে মিল ৫৭৭ জন পোলাউ-রোস্ট, ডিম, খিচুড়ি মাংস, ডাল ভিক্ষুক, রিকশাচালক, এতিম শিশু, যশোরস্থ ছিন্নমূল মানুষ ও অন্যান্য ৭৬ থেকে ৮৬ তম ফ্রাইডে মিল ১,১৩২ জন বিরিয়ানি, মুরগীর মাংস, খিচুড়ি, ডিম, রুই মাছ শ্রমজীবী, গৃহপরিচারিকা, প্রতিবন্ধী শিশু, খড়কী বস্তিবাসী, এলাকার অভাবী মানুষ ও অন্যান্য (৭৭ তম ফ্রাইডে মিলে খড়কী এলাকায় তিন শতাধিক এলাকাবাসী) ৮৭ থেকে ৯৭ তম ফ্রাইডে মিল ৮৩৬ জন তেহারী, মুরগীর বিরিয়ানি, খিচুড়ি-মাংস, ডিম, ডাল বৃদ্ধাশ্রমে থাকা বয়োজ্যেষ্ঠ, রাস্তায় থাকা অভাবী মানুষ, এতিম শিশু, শততম ফ্রাইডে মিল দেশজুড়ে ৯৮ থেকে ১০৮ তম ফ্রাইডে মিল ২,৮৩৩ জন পোলাউ-মাংস, ডিম, ডাল, খিচুড়ি, রুই মাছ, ইলিশ মাছ, সালাদ, জলপাঁই আচার গৃহপরিচারিকা, রায়পাড়া বস্তিবাসী, খড়কী এতিমখানা, রাস্তাইয় থাকা অভাবী মানুষ (শততম ফ্রাইডে মিলে সারা দেশজুড়ে দু সহস্রাধিক মানুষ)১০৯ থেকে ১১৬ তম ফ্রাইডে মিল ১,৭৫২ জন পোলাউ-রোস্ট, ইলিশ মাছ, ডিম, ডাল, সালাদ, জলপাঁই আচার পরিচ্ছন্নতা কর্মী, সদরে থাকা রোগী, এতিম শিশু, গৃহপরিচারীকা (১১১ ও ১১৬ তম ফ্রাইডে মিলে প্রায় দুই শতাধিক করে চার শতাধিক মানুষের আয়োজন) ২০২৩ সালে (৫২ সপ্তাহে) ফ্রাইডে মিলে মোট সুবিধাভোগীর সংখ্য ৭ হাজার ১৩০ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।