হাসপাতালে ভর্তি হিনা খান

আগের সংবাদ

সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির হানা, খেলা পরিত্যাক্ত

পরের সংবাদ

স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

ঝিনাইদহ-২ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে হামলা, মামলার অভিযোগ

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩ , ৪:১৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩ , ৪:২৪ অপরাহ্ণ

প্রচার প্রচারণায় বাঁধা, নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও কর্মীদের উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ পৌরসভার মুসা মিয়া আইসিটি ভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল অভিযোগ করেন, নৌকা প্রতিকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থকরা বিভিন্ন সময় তার কর্মীদের উপর হামলা করছেন। এতে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে।

তিনি বলেন, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের যারা কর্মীবাহিনী ও সহকর্মী আছে তারা প্রতিনিয়ত আক্রমনের স্বীকার হচ্ছেন । আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের কোন কর্মী কটু কথাও বলছে না তারপরও তারা মার খাচ্ছে । আমার সরাসরি তাদের প্রতি নিষেধ আছে মার খাবা কিন্তু মারামারি করবা না । আমরা কোন দেশে বাস করছি । ভোট হবে উৎসব মূখর, আনন্দের । যে কেউ এমপি হতে পারে । তাই বলে এইভাবে মারামারি-হানাহানি করতে হবে ?

তিনি বলেন, আমরা প্রতিদ্বন্দি প্রার্থীরা এক সাথে বসে চা খেতে পারি । নির্বাচনের আগেও পারি আবার পরেও পারি । এইটাই সৌহার্দ্র, সম্প্রতি। নতুন প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছি আমরা, আমি তো বুঝি না। সবাইকে ধৈর্য ধারণ করার অনওরাধ করেন তিনি । সর্বোশেষ তিনি তার প্রতীক ঈগল পাখি মার্কায় ভোট দেওয়ার আহবান জানান ।

এ সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন, হরিণাকুন্ড উপজেল আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ারদার, প্রার্থীর ছোট ভাই আবু শাহরিয়ার জাহেদি পিপুলসহ সকল শ্রেণীর গনমাধ্যম কর্মীরা ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়