নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী

আগের সংবাদ

ঝিকরগাছায় পূর্ণাঙ্গ হৃদরোগ হাসপাতাল স্থাপনের ঘোষনা দিলেন ডা. তুহিন

পরের সংবাদ

সাতক্ষীরা ৪ আসনের এমপি প্রার্থী গোলাম রেজাকে মুক্তিযোদ্ধা সংগঠনের অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩ , ৯:৪২ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩ , ৯:৫৩ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিযোদ্ধা সংগঠককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে মানববন্ধনের মাধ্যমে গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠন। মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন এমসিএ ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে ফজলুল হক এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ১০৮ সাতক্ষীরা ৪ শ্যামনগর আংশিক কালীগঞ্জ আসনে নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ.এম গোলাম রেজা বিভিন্ন নির্বাচনী জনসভায় কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে উপজেলা প্রদক্ষিন শেষে উপজেলার চৌরাস্তার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জি, এম ওসমান গনী, মুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সন্তান মনিরুজ্জামান ডলার, মুক্তিযোদ্ধা সন্তান সবুজ, মুক্তিযোদ্ধা সন্তান রাজ।

বক্তব্যে বলেন, দেশের জন্য লড়াই করে এ দেশ স্বাধীন করেছি। আজ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে ফজলুল হক ছিলো বলে আমরা তার সাথে একেত্রিত হয়ে দেশের জন্য যুদ্ধ করতে পেরেছি। তার প্রত্যায়নের মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধা সনদ পেয়েছি। তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন এমসিএ এবং এমপি।

শ্যামনগর আংশিক কালীগঞ্জ আসনে নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ.এম গোলাম রেজা বিভিন্ন নির্বাচনী জনসভায় সংগঠক ও আমাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় গোলাম রেজাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। সেই সাথে শ্যামনগর ত্যাগ করার পরামর্শ দিচ্ছি অন্যথায় আমরা মুক্তিযোদ্ধা সংগঠন তার বিরুদ্ধে কঠোর কর্মসূচী গ্রহণ করার সীদ্ধান্ত করবো।

মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে সার্বিক পরিচালনা করেন, মুক্তিযোদ্ধা সন্তান ফারুক হোসেন।

ডিসেম্বর ২৮: ২০২৩ at :২১:৪০(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়