দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
উপস্থিত ছিলেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মফিজুল ইসলাম, প্রকৌশলী শোভন সরকার, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, বিআরডিপি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যরা।
এসময় ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়। একই সাথে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।