কেঁদে কেটে ক্ষমা ও ভোট চাইলেন নৌকার প্রার্থী

আগের সংবাদ

ঝিকরগাছা বিএম হাই স্কুলে নতুন কারিকুলাম স্কিমের নৈপুণ্য ফলাফল প্রকাশ 

পরের সংবাদ

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আহত

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩ , ৭:২৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩ , ৭:২৭ অপরাহ্ণ

ঝিনাইদহে নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম করেছ। আজ সকালে হরিনাকুন্ডু উপজেলার চারতলা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

আহত হাফিজুর রহমান টুকু পায়রাডাঙ্গা গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কাজের উদ্দেশ্যে হরিণাুকুন্ডের চারাতলা গ্রামে নিজের পুকুরে যাচ্ছিল স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক মাার্কার নাসের শাহরিয়ার জাহেদি মহুলের সমর্থক টুকু। সেসময় নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকি’র সমর্থক দুলালসহ ৩ জন তাকে অর্তকিত হামলা করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

হরিণাকুন্ড থানার ওসি জিয়াউর রহমান জানান, আহত অবস্থায় টুকুকে স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। এলাকায় উত্তেজনা রোধে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডিসেম্বর ২৮: ২০২৩ at :১৯:২৩(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়