প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩ , ৯:১৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩ , ৯:১৬ অপরাহ্ণ
গত মঙ্গলবার যশোরের ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত চান অভিভাবকরা শিরোনামে রূপান্তর প্রতিদিন পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর উক্ত নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন স্থগিত সংক্রান্ত একটি নোটিশ ইস্যু করেছেন উক্ত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ঝিকরগাছা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ।
প্রিজাইডিং কর্মকর্তা কতৃক স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ০২/০১/২০২৪ খ্রি তারিখে নির্ধারিত নির্বাচন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সমাগত হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সাময়িক ভাবে স্থগিত ঘোষণা করা হলো।
উল্লেখ্য জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনকে নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশংকা করে উক্ত বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নির্বাচন স্থগিত চেয়ে লিখিত আবেদন করেছিলেন। এই বিষয়ে ২৬ ডিসেম্বর খবর প্রকাশিত হলে ঐ দিনই এই নির্বাচন স্থগিত করা হয়।
ডিসেম্বর ২৭: ২০২৩ at :২১:১৩(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।