যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শীতকালীন অবকাশ সময়ে ছাত্র এবং ছাত্রী উভয় হল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে হল প্রশাসন।
এ বিষয়ে বিস্তারিত জানতে মুঠোফোনে শহীদ মসিয়ূর রহমান হল প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও বলেন ছাত্র হলের আবাসিক ছাত্রদের আগামী ১ জানুয়ারী ২০২৪ দুপুর ১২ ঘটিকার মধ্যে অবশ্যই হল ত্যাগ করতে হবে।
প্রতিটি রুমের ইলেকট্রিক লাইন চেক করার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ রুমের একটি চাবি হল অফিসে জমা দিতে অনুরোধ করেছে হল প্রশাসন। আগামী ১১ জানুয়ারী সকাল ১০ ঘটিকা হতে আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে হলে প্রবেশ করা যাবে।
আগামী ১৩ জানুয়ারী পুনরায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ফিরবে যবিপ্রবি।
অক্টোবর ২৭, ২০২৩ at ১৫:০৮:০০ (GMT+06)
রুপ্র/আক/আই/এমএইচ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।