শার্শার উলাশী ইউনিয়নে আফিল উদ্দিনের নির্বাচনী পথসভা

আগের সংবাদ

ঝিকরগাছায় ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পরের সংবাদ

যশোরের উন্নয়নের পথ খোলা রাখতে নৌকায় ভোট চাইলেন কাজী নাবিল

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩ , ১১:১৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩ , ১১:১৬ অপরাহ্ণ

যশোর সদর উপজেলায় উন্নয়নের পথ খোলা রাখতে নৌকায় ভোট চেয়েছেন সদর আসনের নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। মঙ্গলবার চুড়ামনকাটি ইউনিয়নের আমবটতলা মাঠে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভা থেকে সবার কাছে নৌকা প্রতিকে ভোট চান।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দেশবাসী নিরপেক্ষ পরিবেশে ভোট পারবেন। বিএনপি-জামায়াত কোন সমস্যা করতে পারবে না। বিএনপি-জামায়াত নির্বাচনের ট্রেন থেকে ছিটকে পড়েছে। তাই কেউ ভয় পাবেন না। সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দেবেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদেও জীবনের স্পন্দন হলো নৌকা প্রতিক। যারা নৌকার বাইওে থাকেন তারা আওয়ামী লীগের কখনো মনে-প্রাণে করেননি। যারা আওয়ামী লীগকে ভালবাসেন তারা সব সময় নৌকাকে ভালবাসেন। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন নৌকার পক্ষে অবস্থান দিতে। নৌকা বিজয়ী হলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ হবে। তাই স্বতন্ত্র নয়, শেখ হাসিনার নির্দেশনা মেনে সবাই নৌকায় ভোট দেবেন।

চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজানের সঞ্চলনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আতিক বাবু, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, জেলা যুবমহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার সোনালী, জেলা শ্রমিকলীগের কোষাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক বোস, সদস্য মাহবুব হাসান রানু, চুড়ামনকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেহেদী হাসান রুনু, ইউপি সদস্য গিয়াস উদ্দিন ও চুড়ামনকাটি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানভির রকসি।

ডিসেম্বর ২৬: ২০২৩ at :২৩:১৩(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়