ভালুকা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আগের সংবাদ

শার্শায় আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৪ সমর্থককে জরিমানা 

পরের সংবাদ

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর আহত-১

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩ , ১১:১০ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩ , ৮:৩৬ অপরাহ্ণ
ময়মনসিংহের ভালুকায় স্বতন্ত্র প্রার্থী ও জেলা আ’লীগের সহ-সভাপতি এমএ ওয়াহেদের (ট্রাক প্রতীক) প্রচার মাইক ভাংচুর ও কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে দীন মোহাম্মদ (৩৮) নামে এক প্রচারকর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে উপজেলার ধীতপুর ইউনিয়নের পানিহাদি বাজার এলাকায়। আহত কর্মীকে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও জেলা আ’লীগের সহ-সভাপতি এমএ ওয়াহেদের (ট্রাক প্রতীক) পক্ষে অটোরিক্সায় করে মাইকে প্রচার কাজ চলছিলো। মাইক নিয়ে দীন মোহাম্মদ নামে এক কর্মী প্রচার চালিয়ে বিকালে পানিহাদি বাজার এলাকায় যান। তখন জাকির (২৫) নামে এক যুবক অটোর পথরোধ করে লাঠি নিয়ে প্রচারকারীর উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ সময় হামলায় প্রচার মাইকটিও ভাঙচুর করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত দীন মোহাম্মদকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম আফরোজ খান আরিফ জানান, তিনি স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) প্রধান নির্বাচনী এজেন্ট। প্রচারের প্রথম থেকেই নৌকার সমর্থকেরা তাদের বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছে। গতকাল সোমবার বিকেলে তাদের প্রচার মাইক ভাঙচুর ও এক কর্মীকে পিটিয়ে আহত করা হয়। এর আগেরদিন রোববার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও মিন্না মার্কেট এক নম্বর ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ক্যাম্প পুড়িয়ে দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ভালুকা সরকারী হাসপাতালের জরুরী বিভাগের এক চিকিৎসক জানান, আহত অবস্থায় নিয়ে আসা দীন মোহাম্মদ নামে এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি শাহ্ মোহাম্মদ কামাল আকন্দ জানান, নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে। প্রচার মাইক ভাংচুর ও কর্মীর উপর হামলার ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি।

ডিসেম্বর ২৬: ২০২৩ at :১১:১০(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়