যশোরে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদেও নেতাকর্মীদের মতবিনিময় করলেন এমপি নাবিল

আগের সংবাদ

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর আহত-১

পরের সংবাদ

ভালুকা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩ , ১০:৪০ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩ , ১০:৪০ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ভালুকায় ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত সোমবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এমএ মালেক খান উজ্জল (সমকাল), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন (এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন) পদে নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এমএ সবুর (সকালের সময়) ও আতাউর রহমান তরফদার (সংবাদ), যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান (মানবজমিন), দপ্তর সম্পাদক তমাল কান্তি সরকার (জনতা), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু (নয়া দিগন্ত), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরুল এহসান চন্দন (জনকন্ঠ), ক্রীড়া সম্পাদক মোবাশ্যারুল ইসলাম সবুজ (দিগন্তবার্তা)।

তাছাড়া কার্যকরী সদস্য পদে আলমগীর হোসেন (এনটিভি), হাদিকুর রহমান হাদিস (আজকের ময়মনসিংহ), রফিকুল ইসলাম রফিক (আনন্দ টিভি) ও  ফিরোজ খান (আরটিভি) নির্বাচিত হন। গত সোমবার বেলা ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ক্লাব সদস্য বাবু বীরেন রায়, রফিকুল ইসলাম হিরন ও জাহিদুল ইসলাম খান। ভালুকা প্রেসক্লাবের মোট ৪৬ জন সদস্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ডিসেম্বর ২৬: ২০২৩ at :১০:৪৩(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়