পাইকগাছা উপজেলার হরিঢালীতে মটরসাইকেল (আরওয়ানফাইভ)কিনে না দেওয়ায় অভিমান করে অষ্টম শ্রেণীর ছাত্র অষ্টম শ্রেণীর ছাত্র আত্মহত্যা করেছে। সে বীরমুক্তিযোদ্ধা শের আলীর পুত্র অষ্টম শ্রেণীর ছাত্র ডায়মন্ড ফকির (১৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিঢালী ইউপির নগর শ্রীরামপুর গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে ঘুমাতে যায় ডায়মন্ড ফকির (১৫)। সোমবার সকালে ঘরের দরজা বন্ধ থাকলে ডাকাকাকি করলেও সাড়া না দিলে জানালা দিয়ে দেখা যায় ফ্যানের সাথে ডায়মন্ড ঝুলে আছে। এসময় পরিবারের লোকজন জানালা দিয়ে দেখতে পায় ডায়মন্ড ফকির (১৫) শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
আত্মহত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু দিন ধরে ডায়মন্ড মটরসাইকেল কিনে দেবার জন্য বায়না করছিলো। পরিবারের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার পর মটরসাইকেল দেবার কথা বললেও তা মানতে নারাজ হয়। এসময় ক্ষোভে দুঃখে শয়নকক্ষে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে।
সন্ধ্যা সাড়ে ছয়টার সময় জানতে চাইলে থানা ওসি ওবাইদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ থানা চত্বরে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য না পাঠানোর জন্য আবেদন করবেন বলে জানতে পেরেছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।