মনিরামপুরে মাটি টানা ট্রাক্টরের চাপায় শহিদুর রহমান সৈয়দ (৮২) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হেলাঞ্চি হাসপাতাল মোড়ে ঘটনাটি ঘটে। বৃদ্ধকে চাপা দিয়ে চালক রবিউল ইসলাম ট্রাক্টর ফেলে পালিয়েছে। পুলিশ দুর্ঘটনায় দায়ি ট্রাক্টর আটক করেছে। নিহত শহিদুর রহমান হেলাঞ্চি গ্রামের গহর আলী মোড়লের ছেলে। তিনি হেলাঞ্চি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী।
বৃদ্ধর ছেলে রবিউল ইসলামসহ স্থানীয়রা জানান, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নার ভাই হাবিবুর রহমান মাটি টানা ডালাযুক্ত ট্রাক্টর ভাড়া নিয়ে নিজের স্কেভেট দিয়ে হেলাঞ্চি কৃষ্ণবাটি বালিকা বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে মাটি তুলে বিক্রি করছেন। বেলা সাড়ে ১১টার দিকে হেলাঞ্চি হাসপাতাল মোড় থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন শহিদুর রহমান। এসময় মাটি টানা একটি ট্রাক্টও ধান বোঝাই একটি ট্রাককে সাইড দিকে গিয়ে পিছনে বাক নেয়। তখন ট্রাক্টরের নিচে চাপা পড়েন বৃদ্ধ শহিদুর। স্বজনরা বৃদ্ধকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা বলছেন, চেয়ারম্যানের ভাই হাবিবুর রহমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এলাকায় মাটির ব্যবসা করে আসছেন। ট্রাক্টরে টানার সময় মাটি নিচে পাকা রাস্তায় পড়ে ধুলাবালির সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টিতে কাদা হয়ে রাস্তা চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ভয়ে স্থানীয়রা এর প্রতিবাদ করতে পারছেন না।
এই বিষয়ে হাবিবুর রহমান হাবি বলেন, আমার স্কেভেটর ভাড়া নিয়ে বাবু নামে স্থানীয় একব্যক্তি পুকুর কাটাচ্ছেন। আমি এর সাথে জড়িত না। খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ট্রাক্টর ফেলে চালক পালিয়েছে। ট্রাক্টর আমাদের হেফাজতে আছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।