যশোরের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে নৌকায় ভোট চাইলেন সদর আসনের নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। রবিবার সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভা থেকে তিনি দেশ ও জাতির স্বার্থে তিনি সবাইকে নৌকায় ভোট দেয়ার অনুরোধ করেন।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘নৌকা শেখ হাসিনার উন্নয়নের প্রতিক। ডিজিটাল, স্মার্ট, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রতিক। আগামী নির্বাচনে নৌকা বিজয়ী হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারবেন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ার স্বার্থে সবাই নৌকা ভোট দেবেন। নৌকায় ভোট দিলে প্রান্তিক মানুষ ভাল থাকবে। করোনা-ইউক্রেনের মত পরিস্থিতি হলেও সাধারণ মানুষ বুঝতে পারবে না। তাই শেখ হাসিনাকে দেখে সবাই নৌকায় ভোট দেবেন’।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘আওয়ামী লীগের প্রতিক নৌকা, বঙ্গবন্ধুর প্রতিক নৌকা, শেখ হাসিনার প্রতিক নৌকা। আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার বাইওে থাকা যাবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়তে হলে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে নৌকার বিজয় নিশ্চিত করার বিকল্প নেই।
চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুর সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু ও বীর মুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল।
এর আগে দুপুরে কাজী নাবিল আহমেদ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
সংগঠনের জেলা সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন ঘোষের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এস.এম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সদও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুখেন মজুমদার, শ্যামল দাস, সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক রবিন কুমার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রাবণী সুর ও মহিলা সম্পাদিকা অর্চনা অধিকারী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।