নির্বাচনের আগে মানুষের দৃষ্টি অন্যদিকে নিতেই সিপিডি’র অসত্য তথ্যনির্ভর সংবাদ সম্মেলন

আগের সংবাদ

যশোরের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে নৌকায় ভোট চাইলেন কাজী নাবিল

পরের সংবাদ

মানুষকে পুড়িয়ে মেরে কোন রাজনীতি বাস্তবায়ন করছে- এমপি মুক্তি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৯:৫৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৯:৫৫ অপরাহ্ণ

বি.এন.পি-জামায়াতকে উদ্দেশ্য করে নড়াইল-১ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বি.এম কবিরুল হক মুক্তি বলেছেন, “ট্রেনে গান পাউডার ও বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। পুলিশকে সাপের মত পিটিয়ে হত্যা করে। সন্তানকে বুকে আগলে বসে থাকা একজন মাকে গান পাউডারে পোড়ানো যে দগ্ধ বীভৎস চিত্র। কোনো সভ্য দেশে, কোনো গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল মানুষকে পুড়িয়ে মেরে কোন রাজনীতি বাস্তবায়ন করছে। আপনারা যারা জামায়াত-বিএনপি করেন তারা আপনাদের রাজনীতিবিদদের কাছে জিজ্ঞাসা করবেন। নিজ নির্বাচনী এলাকা নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘেলা নামক এলাকায় এক পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি।

মুক্তি বলেন, একটি গণতান্ত্রিক দেশে সাংবিধানিক ধারায় প্রতি ৫ বছর পরপর নির্বাচন হয়। আর যদি ৫ বছর পর পর নির্বাচন না হয়। নির্বাচন যদি কোন কারণে বাধাগ্রস্ত হয় তাহলে সাংবিধানিক একটা শূন্যতা বিরাজ করে। সেই সাংবিধানিক শূন্যতার মধ্য দিয়ে বাংলাদেশে নানা সময় সামরিক জান্তারা এই বাংলাদেশকে কিন্ত শাসন করেছে। আজকে বাংলাদেশের বয়স ৫২ বছর। এই ৫২ বছরে সুদীর্ঘ সময় আওয়ামীলীগ কতটা সময় শাসন করেছে? দীর্ঘসময় কিন্ত স্বাধীনতা বিরোধী শক্তি এই বাংলাদেশকে শাসন করেছে। সেই বাংলাদেশ কেমন ছিল?

তিনি আরও বলেন, আমি শুধু এদেশের মানুষকে মনে করিয়ে দিতে চায়। এই বাংলাদেশ একসময় জঙ্গিবাদের আস্তানায় রুপান্তরিত হয়েছিল না? ৬৪ টি জেলার মধ্যে একসাথে ৬৩টি জেলায় বোমা ফাটিয়ে জঙ্গিবাদের শক্তিমত্তা প্রদর্শন করেছিল না? এই বাংলাদেশে ১০ ট্রাক অস্ত্র আমরা দেখিনি? এই দেশে বিরোধী দলের নেতাকে হত্যা করতে ২১শে আগস্ট যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত গ্রেনেড ব্যবহার করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য ২২ জন নেতাকর্মীকে হত্যা করা হয় নি? আপনারা কি সেই বাংলাদেশ ফেরত যেতে চান? যদি যেতে না চান স্বীকার করেন বা না করেন যুদ্ধ কিন্তু চলছে। আপনাদের কাছে মনে হতে পারে জামায়াত-বিএনপি নির্বাচনে আসে নাই। বাস্তবতা কিন্তু তারা নির্বাচনে আছে। বি.এন.পি ঘোষণা দিয়েছে যে নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, ভোটাধিকার প্রয়োগ করবেন না। এর একটা সুদুরপ্রসারি কারণ আছে, ষড়যন্ত্র আছে।

এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক এ্যাড. ওমর ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ২৪: ২০২৩ at :২১:৫০(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়