পথসভায় নৌকায় ভোট চাইলেন মাশরাফি

আগের সংবাদ

নির্বাচনের আগে মানুষের দৃষ্টি অন্যদিকে নিতেই সিপিডি’র অসত্য তথ্যনির্ভর সংবাদ সম্মেলন

পরের সংবাদ

স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৯:১৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৯:১৩ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এম. ইয়াকুব আলী। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকার রোহিতা, খেদাপাড়া ও দুর্গাপুর এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈগল মার্কার প্রচারণা এবং পথসভা করেন তিনি। এসময় কর্মী-সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। তিনি প্রার্থী হওয়ায় অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেন।

গণসংযোগকালে এক পথসভায় বক্তৃতায় এস.এম. ইয়াকুব আলী বলেন, ভোটাররা আমাকে নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করছেন সেটা আমাকে আশাবাদী করছে। এই এলাকার মানুষ অনেক দিন ধরে নিষ্পেষিত। উনাদের কষ্টের কারণ সবাই জানে। আমি নির্বাচিত হলে এই এলাকার যাবতীয় সমস্যা সমাধান করব।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, রোহিতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রুহল আমিন মঞ্জু, আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান, আব্দুল মান্নান, ইসলাম হােসেন, ইবাদত আলী, হাসান আলী, সাবেক ইউ.পি সদস্য শিল্পী, পৌরসভার দুর্গাপুর ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

ডিসেম্বর ২৪: ২০২৩ at :২১:০৮(GMT+06) রুপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়