যশোরের বাঘারপাড়ায় আশ্রায়ন প্রকল্পে বসবাসরত শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউ.এন.ও হোসনে আরা তান্নি। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি উপস্থিত ছিলেন।
রবিবার দুপুর হতে রাত পর্যন্ত বাঘারপাড়া বাজার দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা বহরমপুর আশ্রায়ন প্রকল্পে, করিমপুর ও ভাঙ্গুড়া পুখুরিয়া আশ্রায়নসহ বিভিন্ন মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
ইউ.এন.ও হোসনে আরা তান্নি জানান, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। সরকারি আশ্রায়ন প্রকল্পে বসবাসরত মানুষগুলো এমনিতেই অসহায় ভাবে জীবন-যাপন করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করেছি।এ কম্বল বিতরণ চলমান থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।